ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৪  
বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

বান্দরবানে পিক‌নি‌কের বাস উল্টে চার শিশুসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়‌কের রেইছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- জিয়াবুল নাহার (৪৫), উম্মে হানি (২৮), মৌসুমী আক্তার (২৮), আরোফা বেগম (৫০), মো. মুন্না (২৬), তাজিন (৫), নকি (৩), আরোয়া (৫), আবিরা (৪), ওমর ফারুক (২৯), তাহেরা (৫২), জান্নাতুল ফেরদৌস (৪০), মো. মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তারসহ (৩৮) ৩২ জন। তারা সবাই চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাসে থাকা কয়েকজন বলেন, চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকা থেকে শিশুসহ ৫৫ জনের একটি গ্রুপ বান্দরবান ভ্রমণে আসেন। বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন তারা। বান্দরবান-কেরানীহাট সড়কে রেইচা এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এসময় বাসে থাকা নারী-পুরুষ, শিশু আহত হয়। 

বান্দরবান সদর হাসপাতালে ডা. দিদারুল আলম বলেন, পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়েফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

চাইমং/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়