ফরিদপুরে অস্ত্র মামলায় ২ জনের ১৭ বছর কারাদণ্ড
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রেজাউল করিম বিপুল ও ইমতিয়াজ হাসান রুবেল
ফরিদপুরে আলোচিত অস্ত্র মামলার অন্যতম আসামি ইমতিয়াজ হাসান রুবেল (৩৯) ও রেজাউল করিম বিপুলকে (৩৮) ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
ফরিদপুর আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, পিস্তল রাখার দায়ে দুই জনকে ১০ বছর করে এবং গুলি রাখায় দায়ে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন।
তামিম/বকুল