ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

মুন্সীগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪  
মুন্সীগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজারের মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, রিকাবীবাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। অভিযানে কোনো ব্যবসায়ীকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন:

মৎস্য কর্মকর্তা মো.শামসুর রহমান আরও বলেন, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয়, মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পালনে প্রশাসন বদ্ধ পরিকর। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

রতন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়