ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক: রাষ্ট্রদূত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৯:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক: রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেছেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে তাদের। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা গ্রামে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন- জাপানের ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানাসহ প্রমুখ।

লোহাগড়ার দাসেরডাঙ্গা গ্রামে ১ একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হচ্ছে। এখানে ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে। জাপানের ব্যবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ড.সৈয়দ ইমদাদুল হক।

শরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়