ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিন কোজি কটেজে আগুন

সাংবাদিক তুষারের বাড়িতে শোকের মাতম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১ মার্চ ২০২৪   আপডেট: ২০:০১, ১ মার্চ ২০২৪
সাংবাদিক তুষারের বাড়িতে শোকের মাতম

রাজধানীর বেইলি রোডে আগুনে পুড়ে মারা যাওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তুষার হাওলাদারের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ।

শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তুষারের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স নিজ গ্রাম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছি গ্রামে আসে। এ সময় মরদেহ একনজর দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় করেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, তুষারের বাবা দিনেশ হালদার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। দুই ভাই-বোনের মধ্যে তুষার বড়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্প্রতি সাংবাদিকতায় অনার্স সম্পন্ন করেছেন তিনি। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। গতকাল রাতে বেইলি রোডের ওই ভবনের একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান তুষার।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বলেন, তুষারের নিথর দেহ দেখে তার বাবা-মা বাকরুদ্ধ ও ছোটবোন অদিতি কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়। তালগাছিয়া গ্রামের পারিবারিক সমাধিতে তুষারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অলোক/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়