ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাউন্সিলকে মারধর: হাকিমপুর পৌরসভায় নাগরিক সেবা বন্ধ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১১ মার্চ ২০২৪  
কাউন্সিলকে মারধর: হাকিমপুর পৌরসভায় নাগরিক সেবা বন্ধ 

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধরের প্রতিবাদে পৌরসভার সব নাগরিক সেবা বন্ধ রেখেছেন কাউন্সিলররা।  

সোমবার (১১ মার্চ) সকাল থেকে পৌরসভার নাগরিক সেবা বন্ধ রয়েছে। কাউন্সিলরকে মারধরের ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেছেন তারা। নাগরিক সেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকেরা। 

আরো পড়ুন:

হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, কাউন্সিলর ইমরান হোসেন দুলাল চলতি মাসের ৭ মার্চ বাদী আবুল বাসার ও বিবাদী সাবিনা ইয়াসমিনকে নিয়ে হিলি বাজারের তার নিজস্ব অফিসে শালিসে বসেন। এক সময় তাদের মধ্যে মিমাংসা করে দিলে বিবাদী সাবিনা ইয়াসমিন বিচার না মেনে কাউন্সিলরকে জুতা এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। যার কারণে তারা নাগরিক সেবা বন্ধ রেখেছেন। 

তিনি আরও বলেন, থানায় অভিযোগ করার কয়েক দিন গত হওয়ার পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত নাগরিক সেবা বন্ধ থাকবে।
 

মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়