ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাড়ির গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১২ মার্চ ২০২৪  
গাড়ির গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল, আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে দুই জনকে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে রুবেল হোসেন এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল লেবু (২৫)। 

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জের হিরকমোড় এলাকায় অভিযান চালায়। এসময় তারা একটি প্রাইভেটকার জব্দ করে। গাড়িটি তল্লাশি করার সময় গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ হয়। একই সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। 

স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়