ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরের দুই মহাসড়ক যাত্রী বাড়লেও যানচলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৭ এপ্রিল ২০২৪  
গাজীপুরের দুই মহাসড়ক যাত্রী বাড়লেও যানচলাচল স্বাভাবিক 

ঈদ যত ঘনিয়ে আসছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে। অনেকেই আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়ছে।

এদিকে, চন্দ্রা মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ না করে ঈদের আগে সড়ক বিভাজক তৈরি‌ করায় এপার থেকে ওপারে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক ও জনপথ নতুন করে সড়ক বিভাজক নির্মাণ করায় উত্তরবঙ্গের ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরো পড়ুন:

রোববার (৭ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ ছিল। যানবাহনের কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশের সহায়তায় ১০টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

হাইওয়ে পুলিশ ও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রতিবছরই দুই ঈদে ব্যাপক যানজটের সৃষ্টি হতো। সেই যানজট নিরসন করতে সেখানে নির্মাণ করা হয় উড়ালসড়ক। ফলে যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। উড়াল সড়কটি দিয়ে জয়দেবপুরের দিক থেকে টাঙ্গাইলের দিকে এবং টাঙ্গাইলের দিক থেকে জয়দেবপুরের দিকে যাতায়াতকারীরা সহজেই চলে যেতে পারছেন। আর সাভারের নবীনগরের দিকে যেসব গাড়ি চলাচল করে, সেগুলো নিচ দিয়ে যাতায়াত করছে। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ঘরমুখো মানুষ গ্রামে যাওয়া শুরু করেছেন। ফলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখন যানবাহন চলাচল স্বাভাবিক।

অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে রোববার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় ৪০০ মিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছে, গাজীপুরে ছোটবড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানা ছুটি হবে সোমবার (৮ এপ্রিল) থেকে। ফলে একসঙ্গে কারখানা শ্রমিকরা ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্য বের হলে শুরু হবে ভোগান্তি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত এই পথে গাজীপুর অংশে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়