ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ৭ এপ্রিল ২০২৪  
চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান

বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটি ‘র অভিযান।

ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাসের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বিআরটিএ।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিআরটিএ কর্তৃক অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয় এবং বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. মাসুদ আলম, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আতিকুর রহমান, বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. ওমর ফারুক, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব রায়হানা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

সর্বশেষ

পাঠকপ্রিয়