ঢাকা     রোববার   ২০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৭ ১৪৩২

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৪৮, ১৬ এপ্রিল ২০২৪
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বড় কুমারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সী ছেলে মোহাম্মদ মীর। এ সময় নিহতের স্বামী আজমিন (৪৫) ও মেয়ে ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়। আজমিন যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে।
 

তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়