ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:১২, ১৮ এপ্রিল ২০২৪
নোয়াখালীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত

শাওন। ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে শাওন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাওন সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে ও স্থানীয় উত্তর রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সেবারহাট বাজারে বৈশাখী মেলায় দোকান বসানো নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাওনসহ অন্তত ৬-৭ জন আহত হন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে শাওন নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়