ঢাকা     রোববার   ২২ জুন ২০২৫ ||  আষাঢ় ৮ ১৪৩২

সাভারে ভাঙারির গোডাউনে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:১৪, ২০ এপ্রিল ২০২৪
সাভারে ভাঙারির গোডাউনে আগুন

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার একটি ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংক কলোনি এলাকায় সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুর বাড়ির সামনের একটি ভাঙারি গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান সিদ্দিকুর রহমান জানান, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত পরে জানানো হবে।

সাব্বির/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়