ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবারকে পেয়ে আপ্লুত জিম্মিদশা থেকে মুক্ত নাবিক জয়

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৫ মে ২০২৪   আপডেট: ১৭:০৯, ১৫ মে ২০২৪
পরিবারকে পেয়ে আপ্লুত জিম্মিদশা থেকে মুক্ত নাবিক জয়

পরিবারের সঙ্গে নাবিক জয় মাহমুদ (মাঝে)

নাটোরের বাগাতিপাড়ার নাবিক জয় মাহমুদ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থেকে মুক্ত হয়ে পরিবারে মাঝে ফিরে এসেছেন।

বুধবার (১৫ মে) সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়ায় গ্রামের বাড়িতে পৌঁছান তিনি।

দীর্ঘ দুই মাস জিম্মি দশা কাটিয়ে বাবা-মাসহ প্রিয় মানুষগুলোকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন জয়। অপেক্ষার প্রহর শেষে তাকে পেয়ে জড়িয়ে ধরেন বাবা-মা।

নাবিক জয় মাহমুদ বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমান ও রোজিনা বেগম দম্পতির বড় সন্তান। জয়ের বাবা জিয়াউর রহমান বলেন, ছেলের মুক্তি পাওয়ার পর আজ সকালে বাড়ি ফিরে এসেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মা রোজিনা বেগম বলেন, জলদস্যুদের হাতে ছেলের আটকের খবর শোনার পর থেকে এক মাস ঠিকমতো নাওয়া-খাওয়াও করতে পারিনি। আজ ছেলে বাড়িতে আসায় আমার শরীরে শক্তি ফিরে পেয়েছি। আজ আমার সবচেয়ে আনন্দের দিন।

জয় মাহমুদ বলেন, এমন সমস্যায় আমাদের আর যেন পড়তে না হয়; এগুলো বিষয়ে কর্তৃপক্ষ খেয়াল রাখবেন। অন্যদের জন্যও আশা করব এমন সমস্যা যেন না হয়।

আরিফুল/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়