ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিত্রা নদী থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৫ মে ২০২৪  
চিত্রা নদী থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্কুল শিক্ষার্থী শেখ আলী রাজ

নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আলী রাজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) সন্ধ্যার দিকে তার মরদেহ চিত্রা নদীতে ভেসে উঠে। সে বরাশুলা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে এবং নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের ভাতিজা।

আরো পড়ুন:

গত মঙ্গলবার (১৪ মে) বিকেলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলী রাজ। পরিবার জানায়, বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায় রাজ। সন্ধ্যার দিকে বরাশুলা এলাকার চিত্রা নদীর রেল সেতুর নিচে গোসল করতে নামে। পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি রাজ। এসময় রাজের সঙ্গীরা তার পরিবারকে জানায়। পরে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চিত্রা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তার সন্ধান পায়নি।

বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকেই তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

শরিফুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়