ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২১ মে ২০২৪  
হবিগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত দুর্জয় কর্মকার

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে দুর্জয় কর্মকার (৩০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুর্জয় কর্মকার বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানের প্রদীপ কর্মকারের ছেলে।

মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেন। এর আগে সকাল ৮টা থেকে উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।  

আরো পড়ুন:

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান জানান, কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে আসা দুর্জয়কে আটক করেন প্রিজাইডিং কর্মকর্তা রিংকু দাস। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে। দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ দুর্জয়কে জেলা কারাগারে পাঠায়।

মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়