ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

মাগুরার গ্রামে এক রাতে ৫ গরু চুরি, আতঙ্ক 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৪ মে ২০২৪  
মাগুরার গ্রামে এক রাতে ৫ গরু চুরি, আতঙ্ক 

২টি গরু হারিয়ে নিঃস্ব বিধবা অনামিকা

মাগুরায় কোরবানির ঈদের আগে গরু চুরি বেড়ে গেছে। সদর উপজেলার গ্রামে এক রাতে তিন বাড়ি থেকে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এসব গরু চুরি সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক বিধবা অনামিকা বলেন, ২টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এগুলো থেকে আমার সংসার চলতো। তার দাবি, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

একইভাবে প্রতিবেশী বৃদ্ধ সাদেক আলী মণ্ডলের দুটি গরুও গোয়াল ঘর থেকে চুরি করেছে চোরচক্র। সংসারের আয়ের উৎস হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে একটি সঙ্ঘবদ্ধ গরু চোরচক্র বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। কয়েকদিন আগে একই গ্রাম থেকে আরও একটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানান তারা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশন মো. কলিমুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহীন/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়