ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৫ মে ২০২৪  
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশু ডুবে মারা গেছে। তারা হলো ঋতু খানম (৭) ও তাবাসসুম (৯)। তারা চাচাত বোন।

ঋতু খানম শাখারিয়া গ্রামের আশরাফুল আলমের ও তাবসসুম রাজু আহম্মেদের মেয়ে। ঋতু শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণিতে ও তাবসসুম তৃতীয় শ্রেণিতে পড়ত। 

আরো পড়ুন:

জীবননগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ির অদূরে নিজাম উদ্দিন খাঁর পুকুরের কাছে খেলতে যায়। এক সময় সবার অগোচোরে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুর পাড়ে জুতা পাওয়া যায়। পরে পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 
 

মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়