ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

মুন্সীগঞ্জে এক রাতে ৯ কবরের কঙ্কাল চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৬ মে ২০২৪   আপডেট: ২১:৩৯, ২৬ মে ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে এক রাতেই ৯টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ মে) সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জান্নাতুন নুর মসজিদের কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর চাউর হয়। এর আগে, গতকাল রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কালের আংশিক বা সম্পূর্ণ অংশ একশ্রেণির কবিরাজ, জাদু-টোনা ও কুফরি করার জন্য চুরি করে নিয়ে গেছে।

কবরস্থানের সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কবর খোঁড়া দেখতে পাই। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বেশ কয়েকটি কবর থেকে কঙ্কালের কিছু অংশ খোয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি।

রতন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়