ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৯ মে ২০২৪   আপডেট: ১০:৪৭, ২৯ মে ২০২৪
সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর ও কলারোয়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলার দু’টি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

আরো পড়ুন:

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে ও কলারোয়া উপজেলায় ৭৮টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, দুইটি উপজেলায় চেয়ারম্যান পদের নির্বাচনে সদর উপজেলায় ৫ জন ও কলারোয়া উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এসআই’র নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও ২ জন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সংরক্ষিত রয়েছেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭ জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ৩ জন।
এ ছাড়া কলারোয়া উপজেলায় রয়েছেন ২ লাখ ১২ হাজার ৪২৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া ১ জন।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শাহীন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়