ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৯ মে ২০২৪   আপডেট: ১৫:২৬, ২৯ মে ২০২৪
চুয়াডাঙ্গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গার বৃহৎ পশুর হাট বদরগঞ্জসহ জেলার ৮টি পশুর হাট ক্রমেই জমে উঠছে।

জেলার প্রতিটি পশু হাটে কৃষক ও খামারীরা দেশি, বিদেশি সাইলো, ফিজিয়ানসহ নানা জাতের গরু হাটে তুলছেন। তবে, কৃষকদের ভাষ্য গতবারের মতো এবছর গরুর মূল্য কম।

আরো পড়ুন:

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা বলছেন, হাটে এখনও সব জেলার ব্যাপারী ও সাধারণ ক্রেতা আসা শুরু হয়নি। এসব ক্রেতা ও ব্যাপারী আসলে পশুর হাট আরও জমে উঠবে এবং কৃষকও গরুর সঠিক মূল্য পাবে।

ডুগডুগি হাটের মালিক মিন্টু জানান, কুরবানির হাট জমতে শুরু করেছে। বাইরের ব্যাপারীও আসতে শুরু করেছে। বাইরের ব্যাপারী ও সাধারণ ক্রেতা আসবে ঈদের দুই সপ্তাহ আগে; তখন বাজার আরও জমবে এবং গরুর বেচা-কেনাও বাড়বে।

তিনি আরও জানান, হাটে যাতে ক্রেতা-বিক্রেতারা নিরপদে বেচা-কেনা করতে পারে; সে জন্য পুলিশি নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন কুরবানি উপলক্ষে এ জেলার প্রান্তিক ও ছোট বড় খামারিরা গরু ও ছাগল মিলে প্রায় ১ লাখ ৬৬ হাজার পশু বিক্রির আশায় হাটে নিতে শুরু করেছে। এর মধ্যে গরু ৫২ হাজার ৬৫৩টি এবং ছাগল ১ লাখ ১৩ হাজার ৪০৭টি। এ ছাড়া এ জেলার খামারীরা এলাকার চাহিদার পাশাপাশি ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার হাটে এসব পশু বিক্রির জন্য তুলবে।

বর্তমানে এ জেলার ডুগডুগি, শেয়ালমারী, গোকুলখালী, বদরগঞ্জ, আলমডাঙ্গা, জামজামি, হাটবোয়ালিয়াসহ মোট ৮টি পশু হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ হাজার পশু বেচা-কেনা হচ্ছে।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়