ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৯ মে ২০২৪  
বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজমাইন

বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে আজমাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মারা যাওয়া আজমাইন শাজাহানপুর উপজেলার মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে আজমাইন মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসে। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়টির পাশের পুকুরে আজমাইনের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। আজমাইন পুকুরে পড়ে নাকি গোসল করার সময় ডুবে মারা গেছে সে বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেননি। 

আরো পড়ুন:

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বিদ্যালয়টির পাশেই পুকুরটি। আমাদের একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়