ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২২ জুন ২০২৪   আপডেট: ১০:১৭, ২২ জুন ২০২৪
নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে রিফাত হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত হোসেন ওই গ্রামের আবু কালামের ছেলে। সে গাজীপুরে একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক।  

ওসি বলেন, রিফাত তার পরিবারের সঙ্গে গাজীপুরে থাকতো। প্রায় ২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে সে গ্রামের বাড়িতে আসে। প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে বাড়ি থেকে বের হয় রিফাত। পরে তারা পালপাড়া-হরিপুর বন্যার পানিতে ডুবে যাওয়া গ্রামীণ পাকা সড়কে গেলে  বন্যার পানির স্রোতে ভেসে যায় রিফাত। সাঁতার না জানায় সে আর পানি থেকে উঠে আসতে পারেনি। ওই সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি লুৎফুল হক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেলোয়ার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়