ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২২ জুন ২০২৪  
হজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬

কিশোরগঞ্জের হোসেনপুরে মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজিসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে চার হাজিকে নিয়ে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। নারায়নডহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার হাজিসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরো পড়ুন:

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বলেন, দুর্ঘটনায় আহত এক হাজির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। হজ শেষে দেশে ফিরে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

রুমন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়