ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ব্যাংকের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৫ জুন ২০২৪  
বগুড়ায় ব্যাংকের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়ার সদরের আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে প্রায় ১০ লাখ ৮৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এর আগে, গতকাল সোমবার ঢাকার দক্ষিণখান এলাকা আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার সদরের মো. জাহিদুল ইসলাম (২৯), সোনাতলার মো. পাভেল (২৫), আদমদীঘির বিপ্লব সরকার মিথুন (২৮) ও গাইবান্ধার ফুলছড়ির বিমল রাজভর (৩০)। 

আরো পড়ুন:

আরও পড়ুন: বগুড়ায় ব‌্যাংকের সিন্দুক থে‌কে ২৯ লাখ টাকা চু‌রি

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে মো. পাভেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে বাকি তিন জন গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর জানা যায় এই চুরির মূল হোতা জাহিদুল ইসলাম। এদের সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন রাত সোয়া ১২টার দিকে গ্রেপ্তার চার জন মাটিডালি ব্রিজের কাছে একত্রিত হয়। চুরির আগে একজন ব্যাংকের উপশাখার ওই বিল্ডিং রেকি করে আসেন। তার ক্লিয়ারেন্স পাওয়ার পর জাহিদুল ইসলাম একটি টায়ার লিভারসহ মিথুন ও পাভেলকে নিয়ে বিল্ডিংয়ের ওপরে ওঠেন। বিমল ও পলাতক আরেক আসামি ব্যাংকের বাইরে পাহাড়ায় ছিলেন। পরিচয় লুকাতে নিজেদের মুখে মাস্ক ও পলিথিন দিয়ে ঢেকে ফেলেন তারা। পরে তারা ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, চুরির টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে প্রত্যেকে বিভিন্ন জেলায় আত্মগেপাপনে চলে যান। চুরির টাকা দিয়ে জাহিদুল ইসলাম একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল ক্রয় করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের পর চার জনের কাছে থেকে ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা জব্দ করেছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মধ্যে পাভেলের বিরুদ্ধে একটি চুরি ও একটি মাদকের মামলা রয়েছে। জাহিদুলের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারধীন আছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়