ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

আড়াই লাখ ডিম মজুদ করায় ৬ ব্যবসায়ীর জরিমানা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫৭, ৩ জুলাই ২০২৪
আড়াই লাখ ডিম মজুদ করায় ৬ ব্যবসায়ীর জরিমানা

অনুমোদনবিহীন কোল্ড স্টোরেজে ডিম মজুদ করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

বরিশাল নগরীতে অনুমোদনবিহীন কোল্ড স্টোরেজে ডিম মজুদ করায় ছয় পাইকার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এ অভিযান চালানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে নগরীর নিউ হাটখোলা এলাকার এআর খান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে। তারা ওই কোল্ড স্টোরেজে দুই থেকে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুদ পেয়েছেন। পরে সেখানকার ডিম মজুদকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। ডিমের পাইকারি বিক্রেতারা এসে কালোবাজারে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মজুদ করেননি বলে দাবি করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে ছয় বিক্রেতাকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি জানান, জরিমানা দেওয়া ডিমের পাইকারি বিক্রেতারা হলেন, ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব। হাঁসের ডিম সাত দিন ও মুরগি ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

কোল্ড স্টোরেজের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু।

আরিফুর/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়