ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১১ জুলাই ২০২৪  
দিনাজপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মশিউর রহমান (৩৭) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কাটলা-বিরামপুর সড়কের হরিহরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মশিউর শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর। জমি চাষ করে বিকেলে বাড়ির উদ্দেশ্যে ট্রাক্টরটি নিয়ে আসছিলেন। এ সময় কাটলা-বিরামপুর সড়কের হরিহরপুর এলাকায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক মশিউর রহমান চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, জমি চাষ করে ফিরার পথে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

মোসলেম/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়