যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার প্রয়োজন আছে: গণপূর্ত মন্ত্রী
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
সরকারি চাকরিতে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উবায়দুল মোকতাদির বলেন, ‘আমরা মনে করি, কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। তেমনি অযৌক্তিকভাবে যে কোটা সংরক্ষণ করা আছে, এগুলোকে যৌক্তিক পর্যায় নিয়ে আসা দরকার। সেই বিষয় আমরা কাজ করছি এবং করব।’
তিনি বলেন, ‘সংবিধানে কোটার কথা বলা আছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরতার জন্য কোটা প্রয়োজন।’
মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই। তাদের সন্তানরাও এখন কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদের দেওয়া হবে কি-না? আদালত যে নির্দেশনা দেবেন, সেভাবে সরকার সিদ্ধান্ত নেবে।’
শিক্ষার্থীদের আন্দোলন রেখে লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য তিনি আহ্বান জানান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শনিবার (১৩ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন দাদাভাই হাউজিং এস্টেটের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দাদাভাই উপশহরে গাছের চারা রোপণ করেন।
চিফ হুইপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হামিদুর রহমান, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে প্রস্তাবিত মুজিব কনভেনশন সেন্টারের জায়গা পরিদর্শন করেন। তিনি শিবচর উপজেলা পরিষদে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন।
বেলাল/বকুল
- ২ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৩ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৫ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৫ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৫ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৬ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৬ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৬ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৬ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৬ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৬ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৬ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৬ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৬ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের