শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধণা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ড. হাসান মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার ২০১৮ সালে কোটা বাতিল করেছিলো। কোটা বাতিল করার পর কোটাহীনভাবে সরকারি এবং অন্যান্য চাকরিতে নিয়োগ হচ্ছে। হাইকোর্ট রায় দিয়েছেন কোটা পুনর্বহাল করার। সেটি আবার সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়েই কোটা বাতিল করেছিলো। সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতের বাইরে গিয়ে এবং আদালতকে উপেক্ষা করে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কারণ বিষয়টি আদালতে বিচারাধীন। সেহেতু চূড়ান্ত রায় সেখান থেকেই আসতে হবে।’
তিনি বলেন, ‘যখন ছাত্রদল কোটা আন্দোলনকারীদের সমর্থন দেয়, যখন রিজভী সাহেব, গয়েশ্বর বাবু ও মঈন খান এটার পক্ষে সোচ্চার হন তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। বুঝতে হবে এটার ভেতরে রাজনীতি ঢুকে গেছে। সুতরাং, আমি ছাত্র-ছাত্রীদের অনুরোধ জানাবো তারা যেন রাজনৈতিক অপশক্তির ফাঁদে না পড়েন। সরকার তাদের প্রতি সহানুভূতিশীল। জনগণের ভোগান্তি বাড়ালে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করবো তারা ক্লাসে ফিরে যাবেন। সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিরোধী শক্তি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ষড়ন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। আজকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। প্রথম ষড়যন্ত্র ছিলো- নির্বাচনকে ভন্ডুল করার। সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছে। প্রায় ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ইউরোপের অনেক দেশে গত ৩-৪ বছরে ভোট হয়েছে। অনেকে দেশে ৪০ শতাংশের কম ভোট পড়েছে। বাংলাদেশে নির্বাচন ভন্ডুল করার জন্য জনগণের ওপর হামলা করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এমনকি নির্বাচন বর্জন করার ডাক দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ৪২ শতাংশ ভোট পড়েছে। সুতরাং, নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৮১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ৩২টি আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা ভারতে গিয়েছিলাম, এরপর ভারত থেকে চীনে গিয়েছি। আমি চীন থেকে সরাসরি আবার ভারত গিয়েছি। এটি আমাদের পররাষ্ট্র নীতির সৌন্দর্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বিরোধিতা নয়।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এসএম কামাল হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপস্থিত ছিলেন।
এনাম/মাসুদ
- ২ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৩ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৫ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৬ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৬ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৬ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৬ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৬ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৬ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৬ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৬ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৬ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৬ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৬ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৬ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের