কুমিল্লায় শিশুর লাশ উদ্ধার, সৎ মা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ইউসুফপুর গ্রামে শিশুটিকে হত্যা করা হয়। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আমান উল্ল্যাহর ছেলে। গ্রেপ্তার লিজা আক্তার আমান উল্ল্যাহর দ্বিতীয় স্ত্রী।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুটির বাবা আমান উল্ল্যাহ কুমিল্লার মেঘনায় কোম্পানিতে চাকরি করেন। তিন বছর আগে আব্দুল্লাহর মা প্রেমিকের হাত ধরে চলে যান। পরে আমান আরেকটি বিয়ে করেন। ওই বিয়ের পর লিজা আক্তার প্রথম আব্দুল্লাহকে মেনে নিলেও তার সন্তান হওয়ার পর অন্য চোখে দেখতে শুরু করেন। এ নিয়ে প্রায়ই সংসারে ঝামেলা হতো।
তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে মাঠ থেকে খেলাধুলা করে এসে সৎ মায়ের কাছে শরীর ব্যথার ওষুধ ও পানি চায় আব্দুল্লাহ। সৎ মা পানি এনে দিলে আব্দুল্লাহ ওষুধ খেয়ে তার ছোট ভাইকে (সৎ মায়ের ছেলে) পানি নিক্ষেপ করে। এতে ক্ষিপ্ত হন সৎ মা। রেগে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে আব্দুল্লাহর গলা পেঁচিয়ে ধরেন। এতে ঘটনাস্থলে আব্দুল্লাহর মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার এবং লিজা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ওড়না পেঁচানোর দাগ রয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
রুবেল/বকুল