মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৪, ১৩ জুলাই ২০২৪
আপডেট: ২২:৩৯, ১৩ জুলাই ২০২৪

ফাইল ফটো
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাত ওই নারী কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মামুন/বকুল