ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে বন্যার পানিতে মারা যাওয়া ৪ জনকে পাশাপাশি দাফন

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৫৬, ১৫ জুলাই ২০২৪
জামালপুরে বন্যার পানিতে মারা যাওয়া ৪ জনকে পাশাপাশি দাফন

জামালপুরের মিলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে মারা যাওয়া তিন শিশুসহ চার জনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে জানাজা শেষে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। গতকাল রোববার বিকেলে ৫টার দিকে তারা মারা যান।

মারা যাওয়ারা হলেন- বালুচর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলির মেয়ে খাদিজা (১০) ও বাবুলের স্ত্রী রোকসানা (২৫)। এ ঘটনায় বেঁচে ফেরেন মারিয়া নামের এক শিশু।

আরো পড়ুন:

আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ আলী বলেন, ‌‘আজ সকাল ৯টার দিকে বন্যার পানিতে মারা যাওয়া চার জনের জানাজা সম্পন্ন হয়। পরে তাদের বালুরচর সামাজিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। একসঙ্গে চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বন্যার পানিতে গোসলে করতে গিয়ে বেঁচে ফেরা শিশুর মারিয়ার মা জানান, গতকাল বিকেলে বন্যার পানিতে গোসল করতে যায় সবাই। এসময় একে একে চার জন পানিতে ডুবে যায়। আমার মেয়ে তাদের থেকে একটু দূরে ছিল। তাদের ডুবে যাওয়া দেখে সে সামনের দিকে আর যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চার জনের মৃত্যু হয়। আজ সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

সেলিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়