ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সড়ক-রেলপথ অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৩৩, ১৬ জুলাই ২০২৪
গাজীপুরে সড়ক-রেলপথ অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রেলপথও অবরোধ করেন। এর ফলে আটকা পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। 

আরো পড়ুন:

এর আগে, বিকেল ৩টার দিকে ডুয়েট ক্যাম্পাসের গেটে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় মিছিল নিয়ে ক্যাম্পাসটির সামনে আসতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে গাজীপুর শহরের শীববাড়িতে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার দিকে যান। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ পরিকল্পিত হামলা করেছে। আমরা তাদের বিচার চাই। যে দাবিতে আন্দোলন হচ্ছে সেই দাবি আদায় করে ঘরে ফিরবো।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়