আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সিলেটের এক সমন্বয়ক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বর্তমান কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে নিজের দায়িত্ব ছাড়লেন সিলেট অঞ্চলের সহ-সমন্বয়ক নূর মো. বায়েজীদ। তবে, তিনি সমন্বয়কারী টিমের তালিকায় ছিলেন না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। মঙ্গলবার (১৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান তিনি।
এর আগে, গতকাল রোববার নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সিলেট অঞ্চলের সহ-সমন্বয়ক নূর মো.বায়েজীদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
নূর মো. বায়জিদ দুঃখ প্রকাশ করে তার পদ থেকে অব্যাহতি নেওয়ার আগে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি গ্রুপে নিজের মতামত প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশে মেধার মূল্য না কোনো দিন ছিল, না আছে, থাকবে কি না সেটাও জানি না। এই দেশ সারাজীবন টাকা-ক্ষমতা-পাচাটাদের হাতেই বন্দি ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি এই বিশ্বাস নিয়ে আন্দোলনে এসেছিলাম যে, সব প্রকার দলমতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের সব সাধারণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে ন্যায়ের পক্ষে। কিন্তু, ইদানিং আমার সমন্বয়ক কমিটির কিছু বন্ধুসহ, শাবিপ্রবিতে আমার আন্দোলনের সঙ্গে থাকা অনেক সহকর্মীদের কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে, তারা এই আন্দোলনে এসেও তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা বজায় রেখে সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে যাচ্ছে। যা, এই আন্দোলনের মূল মোটিভকে প্রশ্নবিদ্ধ করে। তাই, আমি সজ্ঞানে, চিন্তাভাবনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আমি আর এই আন্দোলনের সঙ্গে নেই। অবশেষে, ১৯৫২ সালের ভাষাশহিদ এবং ১৯৭১সালের মুক্তিযুদ্ধে শহিদ এবং গাজী হওয়া সবাইকে স্মরণ করার মাধ্যমে আমি এই আন্দোলন থেকে সরে দাঁড়ালাম।’
শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বিজ্ঞপ্তিতে বলেন, ‘নূর মো. বাইজিদ নামে শাবিপ্রবির একজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, নূর মো. বাইজিদ কেন্দ্রীয় কমিটির কোনো ধরনের সহ-সমন্বয়ক কিংবা সাস্টের কোনো সমন্বয়কের দায়িত্বে ছিলেন না।’
তিনি আরও বলেন, ‘শাবিপ্রবিতেও আমরা কোনো কমিটি এখন পর্যন্ত করিনি। বিধায় শাবিপ্রবিতে তার মতো উশৃঙ্খলের সমন্বয়ক হওয়ার প্রশ্নই ওঠে না। তবে তিনি (বায়েজিদ) শাবিপ্রবির একজন শিক্ষার্থী, একজন ছাত্রলীগ কর্মী। তিনি শুরু থেকে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন, নেতৃত্ব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন একাধিকবার। তার বিরুদ্ধে অনলাইনে মেয়েদের উত্যক্ত করার একাধিক অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে।’
এদিকে, বায়েজিদ কমিটিতেই ছিলেন না উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় সমন্বয়কারী আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘শাবিপ্রবিতে যে কমিটি থেকে তিনি (বায়েজিদ) পদত্যাগের কথা বলছেন, সেই কমিটি ছিল না আমাদের। তিনি দাবি করছেন সহ-সমন্বয়ক ছিলেন। খোঁজ নিয়ে দেখা যায়, বায়েজিদ শাবিপ্রবিতেও সমন্বয়ক টিমে ছিল না।’
এ ব্যাপারে নূর মো. বায়েজিদ রাইজিংবিডিকে জানান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। তিনি অসুস্থতা বোধ করছেন। তিনি নিজেকে একজন ছাত্রলীগ কমী বলে দাবি করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, শুধু বায়েজিদ নয়, আন্দোলনের শুরুর দিকে আমাদের অনেক কর্মী ছিল। পরবর্তীতে তারা সরে এসেছেন। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য হতে দেবে না ছাত্রলীগ।
নূর/মাসুদ
- ১৮ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৮ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫