ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫৫, ১৭ জুলাই ২০২৪
পিরোজপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ

তানভীর রায়হান। ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর রায়হান পদত্যাগ করেছেন।

বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। ফেসুবকে তানভীর রায়হান লিখেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। এসব আর দেখা যাচ্ছে না।’

তিনি আরও লিখেন, ‘ব্যক্তি বা নেতার চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমি তানভীর রায়হান সাংগঠনিক সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রলীগ। আমি আমার পদ থেকে অব্যাহতি ঘোষণা করছি। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তানভীর রায়হান বলেন, ‘যে দলের কর্মী হয়ে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। সেই দলের কর্মী হয়ে লাভ কি? তাই স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি। আর কখনও ছাত্রলীগের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করব না।’

সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার বলেন, ‘তানভীর রায়হান পদত্যাগ করেছে শুনেছি। তবে এখনও লিখিত কোনও কাগজ পাইনি।’

তাওহিদুল/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়