পিরোজপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

তানভীর রায়হান। ফাইল ফটো
চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর রায়হান পদত্যাগ করেছেন।
বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। ফেসুবকে তানভীর রায়হান লিখেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। এসব আর দেখা যাচ্ছে না।’
তিনি আরও লিখেন, ‘ব্যক্তি বা নেতার চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমি তানভীর রায়হান সাংগঠনিক সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রলীগ। আমি আমার পদ থেকে অব্যাহতি ঘোষণা করছি। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তানভীর রায়হান বলেন, ‘যে দলের কর্মী হয়ে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। সেই দলের কর্মী হয়ে লাভ কি? তাই স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি। আর কখনও ছাত্রলীগের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করব না।’
সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার বলেন, ‘তানভীর রায়হান পদত্যাগ করেছে শুনেছি। তবে এখনও লিখিত কোনও কাগজ পাইনি।’
তাওহিদুল/কেআই
- ১৪ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫