ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি, শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০০, ২৪ জুলাই ২০২৪
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি, শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার সময় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নূর মো. শওকত নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হন। পরে আশপাশের ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারটি থেকে দুই শিশু ও তিন নারীসহ ১১ জনকে উদ্ধার করে। 

বুধবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ শওকত টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ট্রলারটি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাচ্ছিল। এসময় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। পরে আশপাশে থাকা অন্য ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশু ও তিন নারীসহ ১১ জনকে উদ্ধার করে। 

ইউপি চেয়ারম্যান মুজবিুর রহমান বলেন, ‘১১ জনকে উদ্ধার করে সেন্টমার্টিন আনা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। ডুবে যাওয়া ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের। এই ট্রলারটি টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছিল।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়