ফেনীতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলনে পুলিশের বাধা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রেস ক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ বাস্তবায়নে এ কর্মসূচি আয়োজন করেন শিক্ষার্থীরা।
সন্ধ্যার দিকে 'রিমেম্বারিং আওয়ার হিরোস' কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করতে শিক্ষার্থীরা শহরের বড় বাজার থেকে প্রেস ক্লাবের সামনে আসতে চান। এ সময় খাজা আহম্মদ সড়কের মুখে আসলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখানে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমানের সঙ্গে জেরা করেন তারা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে আসলে তার কাছেও প্রেস ক্লাবের সামনে গিয়ে কর্মসূচি পালনের সুযোগ দিতে অনুরোধ জানান শিক্ষার্থীরা। একপর্যায়ে বাধার মুখে কর্মসূচি পালন না করে ফিরে যান।
এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা সকলের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের (পুলিশের) সন্তানদের অধিকার নিয়েও কথা বলছি। আমাদের আটক করলে পুরো দেশ থমকে যাবে।’
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থী প্রেস ক্লাবের পাশে মোমবাতি জ্বালিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। হঠাৎ বৃষ্টি নামলে ওরা নিজেরা স্থান ছেড়ে চলে যায়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাহাব/বকুল
- ৩ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৪ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৬ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৬ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৭ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৭ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৭ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৭ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৭ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৭ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৭ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৭ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৭ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৭ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৭ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের