ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৪ আগস্ট ২০২৪  
লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাঙচুর

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, সদর হাসপাতাল গিয়ে ৪ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে। তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিয়সহ ৪ জন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে। এরপরে ১১টার দিকে আওয়ামী লীগের লোকজন বাগবাড়ি দখলে নেয়। তখন লক্ষ্মীপুর ন্যাশনালা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভাঙচুর করে উত্তেজিত নেতাকর্মীরা। সাড়ে ১১টার দিকে মাদাম ব্রিজ এলাকার দিকে গেলে আওয়ামী লীগকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের বেশকয়েকজন আহত হয়।

ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ হীরা বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ঝুমুর অতিক্রম করছিলাম। এ সময় জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। গুলিও করেছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন জানান, আমরা শান্তিপূর্ণভাবে ঝুমুর এলাকায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের অনেক আহত হয়েছে।

এসব বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/লিটন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়