ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

টেকনাফ জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৭ আগস্ট ২০২৪  
টেকনাফ জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার 

কক্সবাজারের টেকনাফ এবং শাহপরী দ্বীপ সাগর মোহনায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত দুদিন ধরে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল আরও জোরদার করা হয়েছে। 

বুধবার (৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারী বজায় রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফ নদী ও সেন্টমার্টিন্স এলাকায় যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে টেকনাফ, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, সেন্টমার্টিন্স ও উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাইস্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।’

তিনি আরও বলেন, ‘টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে অতিরিক্ত জনবল এবং সরঞ্জাম মোতায়েন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো প্রকার পরিস্থিতি মোকাবেলায় এবং জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৩১ জন রোহিঙ্গা সাগরে ডুবে যায়। এর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন। এ ছাড়া সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত কয়েক দিনে দুই শতাধিক রোহিঙ্গা বিজিবির হাতে আটক হয়েছে।

তারেকুর রহমান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়