ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১০ আগস্ট ২০২৪  
রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের বলেন, প্রথমে ছাত্রদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পরবর্তীতে কিছু অতিউৎসাহী পুলিশ ও প্রশাসনের কমকর্তা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেছে। সরাসরি যারা মাঠে অপরাধ করেছেন, তাদের আর মাঠে পাঠাবেন না। কারণ যেসব পুলিশ কমকর্তার হাত রক্তে রঞ্জিত তাদের এ দেশের ছাত্র-জনতা আর দেখতে চান না। তারা মাঠে নামলে প্রতিহত করা হবে।

তারা বলেন, ‘যতদিন বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনসহ অন্যান্য দফতর সংস্কার করতে না পারব, ততদিন আমরা মাঠ ছাড়ব না। দেশের যেখানেই পরিবর্তন দরকার, আমরা সেখানেই শক্ত হাতে পরিবর্তন করব। সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের গ্রহণযোগ্যতা তাদের নিজেদেরই প্রমাণ করতে হবে। এ দায়িত্ব তাদের নিতে হবে। আমরা সবাই মিলে দেশটিকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।’ 

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের নামপ্রকাশে অনাগ্রহ প্রকাশ করেন। তাদের মতামত প্রকাশের পর কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ এবং রাজশাহী জেলায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদ। 

এ সময় রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়