ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১০ আগস্ট ২০২৪  
চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে বৃহত্তম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা। 

কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে- ‘আমরা কেন স্বাধীন নই’; ‘আমার মন্দিরে হামলা কেন?’; ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’; ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’; ‘বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা,  মন্দিরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই হামলা নির্যাতন বন্ধ না হলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

রেজাউল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়