ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৬ আগস্ট ২০২৪  
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আসিফ মাহমুদ ও এমরান

নরসিংদীর মনোহরদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আসিফ মাহমুদ (২৮) ও এমরান (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার মাইসার কান্দী এলাকায় দুর্ঘটনাটি হয়।

নিহত আসিফ মাহমুদ উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে। তার কাপড়ের ব্যবসা ছিল। এমরান একই এলাকার আবুল খায়েরের ছেলে। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় আসিফ মাহমুদ এবং এমরান মোটরসাইকেলে করে সাগরদীর দিকে যাচ্ছিলেন। মাইসার কান্দী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আসিফ মাহমুদের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন এমরানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়েছি। দুই জন মারা গেছে। এখনো কেউ অভিযোগ করেননি।’

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়