ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২০ আগস্ট ২০২৪  
কুষ্টিয়ায় পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাগর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় খেয়াঘাট পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হন ওই যুবক।

নিহত সাগর আলী ভাগজোত বাজার এলাকার চাহার আলীর জামাতা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার বাড়ি উপজেলার বাহিরমাদি চর এলাকায়। 

স্থানীয়রা জানান, সাগর আলী শ্বশুর বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হর। পরে রাত সাড়ে ৯টার সময় তার মরদেহ নদীর কিনারে ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে। 

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

কাঞ্চন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়