পিরোজপুরে শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ মামলা
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জন নামীয় ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত আসামি করে পিরোজপুরে মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে ২০১৩ সালে এক বিএনপি কর্মীকে র্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করার ঘটনায় পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীর পিতা বাবুল হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক হেলাল উদ্দিন মামলা আমলে নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআরভুক্ত করার আদেশ দেন।
বাদীর পক্ষে আইনজীবী পিরোজপুর বারের সাবেক পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় অপর আসামিরা হলেন, ২৪ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা খানম, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, র্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেসুর রহমান, র্যাব-১০ এর তৎকালীন কমান্ডিং অফিসার, র্যাব-১০ এর অপর ৪ সদস্যসহ ১৩ জন নামীয় ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি।
মামলার বাদী রোববার (২৫ আগস্ট) বিকালে পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, তিনি মামলা করতে গেলে ও র্যাবের কাছে ছেলের সন্ধান চাইলে পরে র্যাব তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের করুন পরিণতি হবে বলে হুমকি দেন। তাই তিনি প্রাণভয়ে এতদিন মুখ খুলতে পারেননি। তিনি তার ছেলের সন্ধান চান। তার ছেলের গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
তাওহিদুল/বকুল