ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৪  
বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯)। তার বাড়ি বাগমারার ভবানীগঞ্জ এলাকায়। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, লিটনের দেহ তল্লাশি করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন:

এ নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়