ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ বালু উত্তোলন, ৫টি ড্রেজার জব্দ

ঝালকাঠী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৫ সেপ্টেম্বর ২০২৪  
অবৈধ বালু উত্তোলন, ৫টি ড্রেজার জব্দ

ঝালকাঠীর সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকা, সুগন্ধা-বিষখালী-গাবখান মোহনা এবং বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়। 

সিনিয়র সহকারী কমিশনার ও এনডিসি শ্যামানন্দ কুন্ডু’র নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছে। 

ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অলোক সাহা/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়