ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৪  
মাদারীপুরে শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে (২২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ২৭ জনের নামে মাদারীপুরের আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। 

শুনানী শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করতে নির্দেশ দেন। নিহত দীপ্ত দে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী
ছিলেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ছাড়াও অন্য আসামি রয়েছেন, মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের আরেক সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোহবান মিয়া গোলাপ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র খালিদ হোসেন ইয়াদসহ মোট ২৭ জন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে কোটা সংষ্কার আন্দোলনে যোগ দেন বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের শকুনী লেক এলাকায় এলে আসামিরা মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীকে দীপ্তকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। পরে লেকের পানিতে পড়ে যায়। ওইদিন দুপুরে শকুনী লেক থেকে দীপ্ত’র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এই ঘটনায় জড়িত থাকায় শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা দায়ের করেন শহরের পানিছত্র এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (৩৮)। 

মামলার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাহ উদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

বেলাল রিজভী/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়