গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জান্নাতি আক্তার মধ্যপাড়া গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, দুপুরে নিজ ঘরে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জান্নাতি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে কাকলি বেগম নামের আরেক নারী আহত হন। স্থানীয়রা আহত কাকলিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।
মাসুম/কেআই