ফুলগাজীর বন্যার্তদের পাশে আইইডি
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পানির এমন আগ্রাসী রূপ দেখেননি ফেনীর বয়োজ্যেষ্ঠরাও। চলমান বন্যা ফেনীর বেশিরভাগ মানুষের কাছেই এক ভয়াল অভিজ্ঞতা। সদর থেকে প্রত্যন্ত এলাকা, জেলার সর্বত্রই বানের পানিতে বিপর্যস্ত।
জেলার সর্বত্র দেখা গেছে চরম মানবিক বিপর্যয়। এমন বাস্তবতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) সাধ্যমতো চেষ্টা করেছে ফেনীর বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে। সংস্থার কর্মীদের এক দিনের বেতনের অর্থে ফুলগাজী উপজেলার আশিটি বিপর্যস্ত পরিবারকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা।
উপজেলার বৈরাগপুর ইউনিয়নের আশিটি বানভাসি পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ। দুর্গত এলাকার নারীদের জন্য ছিল স্যানিটারি প্যাড। এতে সহায়তা করেছেন স্থানীয় ‘ফ্ল্যাড রেসপন্স টিম’ এর যুবরা।
স্বেচ্ছাসেবক সংগঠনটির মুখপাত্র মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, ‘আইইডির সৌজন্যে প্রাপ্ত সহায়তা প্রত্যন্ত বৈরাগপুরের ৮০টি পরিবারকে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। মানবিক বিপর্যয়ে তাদের এ ধরনের প্রয়াসকে সাধুবাদ জানাই।’
বৈরাগপুর গ্রামের বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘বন্যার কারণে আমরা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা আসেনি। আপনাদের ধন্যবাদ।’
স্থানীয় মসজিদের ইমাম অলি আহাদ বলেন, ‘জেলা শহর থেকে আমাদের এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। প্রত্যন্ত অঞ্চলের মানুষ অপেক্ষাকৃত কম সহায়তা পেয়েছে। এই উদ্যোগের জন্য আইইডিকে ধন্যবাদ জানাই।’
সংগঠনটির মুখপাত্র মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, ‘বন্যাকবলিত বৈরাগপুর গ্রামবাসী ফসল, গবাদিপশু, মাছ হারিয়ে ক্ষতিগ্রস্ত। কৃষিপ্রধান এলাকাটির চাষিরা সংশ্লিষ্ট মহলের কাছে সহায়তার আর্জি জানিয়েছেন।’
শাহাবউদ্দীন/সনি