ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৪  
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে মারা যায় তারা। 

মারা যাওয়া জান্নাত বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আদিত্য সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। সে সালন্দর ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

পরিবার জানায়, জান্নাত প্রতিদিনের মতো রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১২টার পর সাপে কামড়ায় তাকে। সাপে কাটার স্থান দেখিয়ে ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। তবে, পথেই মারা যায় জান্নাত।

অন্যদিকে, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। এরপর কয়েকবার বমি করে সে। এসময় ঘরের ভেতর সাপটি দেখতে পেয়ে পরিবারের লোকজন সেটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে আদিত্যকে ঠাকুরগাঁও জেনারেল  হাসপাতালে নিয়ে যান তারা। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কারো কাম্য নয়। সবাইকে আরো সচেতন হতে হবে।’

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়