ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীপুরে ২ বিএনপি নেতা বহিষ্কার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৬ সেপ্টেম্বর ২০২৪  
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীপুরে ২ বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মশিউর রহমান ও এম এ গণি মৈশাল নামে বিএনপ’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির।  

এরআগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত পৃথক দুইটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতা মো. মশিউর রহমান শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং এম এ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের দলীয় পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কী কারণে দল তাদের অব্যাহতি দিয়েছেন সেটি আমার জানা নেই।’

রফিক/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়